ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে ভয়াবহ বন্যায় গত সাত দিনে অন্তত ৭৫ জন নিহত ও ১০৩ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার আল জাজিরা জানায়, ক্ষয়ক্ষতির কারণে ৮৮ হাজারেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়েছেন। এর মধ্যে আনুমানিক ১৬ হাজার মানুষ স্কুল, জিমনেসিয়াম এবং অন্য অস্থায়ী জায়গায় আশ্রয় নিয়েছেন।
বন্যার কারণে রাজ্যজুড়ে ভূমিধসসহ রাস্তা ভেসে গেছে এবং ভেঙে গেছে বিভিন্ন সেতু। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে।
ছবি: আল জাজিরা
সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে, অন্তত ৮ লাখ মানুষ বিশুদ্ধ পানির সববরাহ পাচ্ছেন না।
বন্যাকে যুদ্ধ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট।
তিনি বলেছেন, আমরা যে ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছি তা নজিরবিহীন। রাজ্য পুনর্নির্মিত করতে এক ধরনের মার্শাল প্ল্যান (যুদ্ধ পরবর্তী ব্যবস্থার) প্রয়োজন হবে।
কর্তৃপক্ষ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা ব্যহত হচ্ছে।
গত এক বছরের ভারী বৃষ্টিপাত এ রাজ্যের চতুর্থ জাতীয় পরিবেশগত বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২৩ সালের জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বরে ভারী বৃষ্টিপাত থেকে বন্যা হয় ব্রাজিলে।
ভৌগোলিক কারণে অঞ্চলটি প্রায়শই গ্রীষ্মমণ্ডলীয় এবং মেরু বায়ুর সংঘর্ষের মুখোমুখি হয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে এসব ঘটনা আরও তীব্র হয়ে উঠছে। ব্রাজিলে এল নিনোর কারণে ঐতিহাসিকভাবে উত্তরে খরা এবং দক্ষিণে তীব্র বৃষ্টিপাত হয়।
http://dlvr.it/T6TDG7
0 Comments