Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় একজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো সুজন (৩০) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি ট্রাকটির চালক ছিলেন।

আহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের ইবরাহীম (৩৫), নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের বাবুল (৫০) ও একই উপজেলার বাসিন্দা মো. আজাহার (৩৩)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে ট্রাকচালক ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যান। আহত হন তার হেলপারসহ ট্রাকে থাকা তিনজন। পরে পুলিশ আহতদের হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাক ও কাভার্ড ভ্যান সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, আহতদের উদ্ধার করে দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আরেকজনকে সিরাজগঞ্জ এনায়েতপুর খাঁজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুর্ঘটনার কারণে মহাসড়ক বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীর গতি ও যানজট সৃষ্টি হয়েছিল। পরে দুর্ঘটনা কবলিত দুইটি পরিবহন রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


http://dlvr.it/T6WrnB

Post a Comment

0 Comments