Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পদ্মা সেতুর টোল প্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটি, দীর্ঘ জট

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে।
বজ্রপাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে টোলস্কেলে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল আদায় বিঘ্নিত হয়। এতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, রাত ৩টা থেকে ৪টার দিকে বজ্রপাত হয়। এতে টোলস্কেলে মাদারবোর্ডে সমস্যা হয়েছিল, তবে সকালে সেটি ঠিক করা হয়।
তিনি জানান, সকাল থেকে ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরনের কোনো বিষয় নয়, বজ্রপাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার বলেন, সকাল দিকে টোলস্কেলে সাময়িক সমস্যা দেখা দেয়। এতে টোল আদায়ে না করতে পারায় গাড়ি এসে জমতে থাকে টোল প্লাজার সামনে। এক থেকে দেড় ঘণ্টার মতো যানজট ছিল, তবে সকাল সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হওয়ায় এখন সড়কের চিত্র স্বাভাবিক।


http://dlvr.it/T6WwJb

Post a Comment

0 Comments