Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নাফ নদে প্রশাসনের মালবাহী ট্রলারে মিয়ানমারের গুলি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে উপজেলা প্রশাসনের মালবাহী ট্রলার লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমার। শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ট্রলারে সাতটি গুলি লাগলেও কেউ হতাহত হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের মালপত্র নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে একটি ট্রলার ছেড়ে যায়। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে নাইক্ষংদিয়া নামক জায়গায় আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমার বাহিনী। এ বিষয়ে সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মিয়ানমারের কাছে প্রতিবাদলিপি পাঠাবে।
ট্রলারের মাঝি বেলাল উদ্দিন বলেন, আমরা সকালে কক্সবাজার-টেকনাফ বাণিজ্য খাল কায়ুকখালী দিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করি। বেলা ঠিক সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদের মোহনায় পৌঁছলে সীমান্তের ওপার থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়।
এতে আমরা কেউ হতাহত হইনি। তবে ট্রলারে সাত টি গুলি লেগেছে। ট্রলারটি দ্রুতগতিতে চালিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে আশ্রয় নিয়ে আমরা সবাই প্রাণে রক্ষা পাই।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ উপজেলা প্রশাসনের মালবাহী ট্রলারে সেন্টমার্টিন নৌ-রুটে নাইক্ষংদিয়াই গুলিবর্ষণের ঘটনা শুনেছি। এ বিষয়ে মিয়ানমারের কাছে প্রতিবাদলিপি পাঠানো হবে।


http://dlvr.it/T812Bd

Post a Comment

0 Comments