Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কক্সবাজার ‘মহাপরিকল্পনা’ প্রণয়নে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

পরিকল্পিত নগরায়ন ও উন্নয়নের জন্য কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের এ মতবিনিময় সভায় টেকনাফ পৌরসভা ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও ইউপি সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার সকালে টেকনাফ পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভাটির আয়োজন করে কক্সবাজার জেলা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান এডহক সিএসসি।
প্রকল্পের ডেপুটি টিম লিডার খন্দকার নিয়াজ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্য, পৌর মেয়র ও কাউন্সিলাররা মতামত ব্যক্ত করেন।
কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের তথ্য-উপাত্ত সংগ্রহের নিমিত্তে প্যারিস আরবান অ্যান্ড রিজিওনাল এসেসমে বিষয়ে আলোচনা সভাটি অনুষ্টিত হয়।
প্রকল্পের ডেপুটি টিম লিডার খন্দকার নিয়াজ রহমান জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন মহাপরিকল্পনা প্রণয়নের এ প্রকল্পটির মাঠ পর্যায়ের কাজ ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে। ২০২৫ সালের মার্চ-এপ্রিলের মধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহ ও জরিপের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ৩-৪ মাস সময় নেয়া হবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে।
তিনি জানান, প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলার উন্নয়ন কর্মকাণ্ডের কৌশলগত পরিকল্পনা এবং কক্সবাজার-রামু ও টেকনাফের মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। নতুন করে প্রণয়ন করতে যাওয়া এ মহাপরিকল্পনায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই তৈরি করা হচ্ছে। এতে আগামীতে কক্সবাজারের যে উন্নয়ন হবে, তাতে আমূল পরিবর্তনের ছোঁয়া লাগবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় জেলার নয়টি উপজেলা ও সমুদ্র সৈকত এলাকাসহ মোট ৬৯০ দশমিক ৬৭ বর্গ কিলোমিটার এলাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (উঅচ) এবং সমগ্র কক্সবাজার জেলার ২ হাজার ৪৯১ দশমিক ৮৩ বর্গ কিলোমিটার এলাকার জন্য স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন করা হবে।


http://dlvr.it/T85B7R

Post a Comment

0 Comments