Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যমুনা সার কারখানা চালুর দাবি শ্রমিক-কর্মচারীদের

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে দ্রুত চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কারখানার ফটকের সামনে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এই কর্মসূচির আয়োজনে করে।
কর্মসূচির শুরুতে যমুনা সার কারখানার ফটক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করে শতাধিক শ্রমিক-কর্মচারী।
যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সিবিএর সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বর্তমানে যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় ছয় মাস কারখানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনা সার কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রেশন পদ্ধতি অবলম্বন করে হলেও গ্যাস সংযোগ দিয়ে সার কারখানা চালুর দাবি জানান তারা।
অনতিবিলম্বে যমুনা কারখানার গ্যাস সংযোগ দেয়া না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য কারণে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় এই প্রতিষ্ঠান। দেশের বৃহৎ এই যমুনা সার কারখানায় দৈনিক ১৭ শ টন ইউরিয়া সার উৎপাদিত হয়। জামালপুর, শেরপুর ও উত্তরবঙ্গের ১৬টি জেলায় এখান থেকে সার সরবরাহ করা হয়।


http://dlvr.it/T8j4Cb

Post a Comment

0 Comments