Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচন প্রক্রিয়া ও ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন রাহুল

ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে ভারতে ইভিএম-কে ব্ল্যাক বক্স হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, কেউই এটা ব্যবহারের অনুমতি দেয়নি।
বার্তা সংস্থা পিটিআইর খবরে বলা হয়, রাহুল গান্ধী রোববার বলেছেন যে ভারতের নির্বাচনি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। যখন জবাবদিহিতার অভাব থাকে প্রতিষ্ঠানে তখন গণতন্ত্র জালিয়াতি ও প্রতারণার ঝুঁকিতে পড়ে।
মুম্বাইয়ের উত্তর-পশ্চিম থেকে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে জয় পাওয়া শিবসেনার এক প্রার্থীর বিষয় উল্লেখ করে রাহুল এসব মন্তব্য করেন। ওই প্রার্থীর কাছে ইভিএম খোলা যায় এমন একটি ফোন ছিল বলে মিডিয়ায় রিপোর্ট হয়।
এছাড়া এক্সে ইলন মাস্ক একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি ইভিএম তুলে দেয়ার বিষয়ে আলোচনা করেছেন। সেই পোস্ট ট্যাগ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
ইলন মাস্ক তার পোস্টে বলেছেন, আমাদের উচিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তুলে দেয়া। মানুষ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই যন্ত্র হ্যাক করার ঝুঁকি অনেক বেশি।
প্রসঙ্গত, ভারতে বিরোধী দলগুলো নির্বাচন নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছে কিছুদিন ধরে। তারা ভিভিপিএটি স্লিপ শতভাগ গণনা দাবি করছে, যার অনুমতি দেয়া হয়নি। এদিন আরও আগে সাবেক ইলেক্ট্রনিকস অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে টেসলা প্রধান ইলন মাস্কের পোস্ট সম্পর্কে জানানো হয়। জবাবে তিনি বলেন, এসব উদ্বেগ ভারতীয় ইভিএম মেশিনের জন্য প্রযোজ্য নয়। ইলন মাস্ক যেটা বলতে চেয়েছেন তা হলো- যেকোনো কিছু হ্যাক হতে পারে।


http://dlvr.it/T8MGwR

Post a Comment

0 Comments