মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস উপলক্ষে মানববন্ধন করেছেন বিভিন্ন পেশার মানুষ।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় শুক্রবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের জন্য ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি জানানো হয় সরকারের প্রতি।
মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লেখক ও গবেষক আহমদ সিরাজ, আইনজীবী মো. সানোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম রুহিন, জুয়েল আহমদ, সাবরিনা রহমান, পিন্টু দেবনাথসহ অনেকে।
মানববন্ধনে বক্তাদের একজন বলেন, বাংলাদেশের অর্থনীতির ভান্ডার খ্যাত মাগুরছড়া অগ্নিকাণ্ডের ২৭ বছর পূর্ণ হলেও এখনও অক্সিডেন্টাল কোম্পানি শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ক্ষতিপূরণ আদায় করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় দায়িত্বহীনতার কারণে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল-ইউনোকল-শেভরন এখনও ক্ষয়ক্ষতি হিসেবে কোনো অর্থ দিতে আসছে না। সরকার আর প্রশাসন তো এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না। বিদেশি একটি কোম্পানি আমাদের দেশের গ্যাস সম্পদ, পরিবেশ ধ্বংস করল শুধু তাদের অবহেলা আর ক্রটির কারণে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকার ফুলবাড়ী চা-বাগানের সম্মুখভাগে অবস্থিত ১ নম্বর গ্যাস অনুসন্ধান কূপে খননকালে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
আকস্মিক এ বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা ৬০০ ফুট উচ্চতায় উঠে যায়। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের দৃশ্য আজও ভাসে মৌলভীবাজার জেলাবাসীর চোখে।
http://dlvr.it/T8HJty
0 Comments