Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অস্থায়ী ভিত্তিতে সরকারি প্রাথমিকে ২০৮ প্রধান শিক্ষক নিয়োগ

দেশের উপজেলা ও থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২০৮ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে এ নিয়োগ দেয়া হয় বলে জানায় বাসস।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে যারা রয়েছেন, তাদের এ নিয়োগ দেয়া হলো।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৯ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি দেয়া আছে।


http://dlvr.it/TCdX44

Post a Comment

0 Comments