Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এক দিনে বঙ্গবন্ধু সেতুতে আয় প্রায় ৩ কোটি

বঙ্গবন্ধু সেতুতে ঈদের পরও বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ।
স্থাপনাটিতে এক দিনে প্রায় তিন কোটি টাকা টোল আদায় করা হয় বলে সোমবার সকালে জানান বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সেতুটি পার হয় ৩৭ হাজার ৬০০টি যানবাহন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস জানায়, শনিবার (২২ জুন) রাত ১২টার পর থেকে থেকে রোববার (২৩ জুন) রাত ১২টা পর্যন্ত এক দিনে টাঙ্গাইলে সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পার হয়। এর বিপরীতে টোল আদায় হয় এক কোটি ২৬ লাখ ৯৫০ টাকা।
সিরাজগঞ্জে সেতু পশ্চিম প্রান্তের টোল প্লাজা দিয়ে ঢাকা ও ময়মনসিংহের দিকে ২২ হাজার ৭০৩টি যানবাহন পার হয়, যার বিপরীতে এক কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়।
এর আগে গত শুক্রবার রাত ১২টার পর থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছিল, যার বিপরীতে টোল আদায় করা হয় তিন কোটি ৬০ লাখ ছয় হাজার ৩০০ টাকা।


http://dlvr.it/T8gzWs

Post a Comment

0 Comments