Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টস জিতে ব্যাটিংয়ে ভারত

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করার পর এবার সেমিফাইনালের মিশনে মাঠে নেমেছে ভারত। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতেছেন রোহিত শর্মা।
বৃহস্পতিবার বার্বাডোজের কিংস্টন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছে আফগানরা।
আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রোহিত শর্মা বলেন, উইকেটে ঘাস রয়েছে। ফলে সময়ের সঙ্গে তা স্লো হয়ে যাবে। তাই আগে ব্যাটিং করতে চাই।
আফগানদের বিপক্ষে পেসার মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে একজন অতিরিক্ত স্পিনার নিয়েছে ভারত। তার পরিবর্তে কুলদীপ যাদব মাঠে নামছেন বলে জানিয়েছেন রোহিত।
অন্যদিকে, টস জিতলে আগে ব্যাটিং নিতেন আফগান অধিনায়ক রশিদ খানও।
তিনি বলেন, যাইহোক, এখন আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। (সুপার এইটে) দারুণ সব প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে আমাদের। আজকের ম্যাচে আবেগ ধরে রাখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবেগ নিয়ন্ত্রণ করে নিজেদের খেলাটা খেলতে পারলে ভালো কিছু হবে আশা করছি।
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানিস্তানও। বোলিং অলরাউন্ডার করিম জানাতের পরিবর্তে ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে দলে ডাকা হয়েছে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
আফগান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, গুলবাদিন নায়েব, নাজিবউল্লাহ জাদরান, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নূর আহমদ, নবীন-উল-হক ও ফজলহক ফারুকি।


http://dlvr.it/T8Xg3R

Post a Comment

0 Comments