Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তিস্তায় নৌকা ডুবে শিশুর মৃত্যু, ৮ জন নিখোঁজের দাবি

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অন্তত আটজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা, তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন।
তিনি বলেন, একটি নৌকায় ২৫ থেকে ২৬ জন যাত্রী নিয়ে দাওয়াত খেয়ে সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় যাচ্ছিলেন। পথে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা নদী সাঁতরিয়ে পার হতে পারলেও সাত থেকে আটজন নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান জানান, তারাও ঘটনাস্থলে রয়েছেন।
তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় বজরা গ্রামের জয়নালের আড়াই বছরের আয়শা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়াও স্থানীয়দের কাছ থেকে সাত থেকে আটজন নিখোঁজ রয়েছে শোনা গেলেও আমরা নিশ্চিত নই।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করার সময় জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, এক শিশু নিহত হয়েছে এটা নিশ্চিত, তবে নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।


http://dlvr.it/T8WQjz

Post a Comment

0 Comments