Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনে সময় বাড়ানোর এই নির্দেশনা দেয়া হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে জানা যায় যে আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল গেট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধ ঘন্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় ওই সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অতীব জরুরি বিবেচনায় এনে এই অনুরোধ জানানো হলো।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আবহাওয়ার পূর্বাভাসে আগামী ৫/৭ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাত ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। সুতরাং পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষা চলাকালে অতিরিক্ত সময় দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার কারণে স্থগিত হওয়া কারিগরি, মাদ্রাসা ও সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা দুই-একদিনের মধ্যে তাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে।
প্রসঙ্গত, রোববার সকাল ১০টায় সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও যানজটের কারণে নির্ধারিত সময়ে কোনো কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়ে।


http://dlvr.it/T8zQxg

Post a Comment

0 Comments