Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা-রাজশাহী মহাসড়কে রাবি ও রুয়েট শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে একযোগে বিক্ষোভ শুরু হয়।
শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে দল বেঁধে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপস্থিত হতে থাকেন। দুপুর ১২টায় মিছিল নিয়ে তারা প্যারিস রোড থেকে মেইন গেটের দিকে অগ্রসর হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিল নিয়ে বিহাস গেটে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রামসহ নানা স্লোগান দেন। এ সময় নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর, দফা এক দাবি এক, কোটা Not Come Back প্রভৃতি লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন, আমাদের এক দফা, এক দাবি। ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। যতদিন আমাদের দাবি আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
আন্দোলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, আমরা রুয়েটের শিক্ষার্থীরা কোটা সংস্কার চাই। কোটার কারণে সবাই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যারা মেধাবী তারা তাদের ন্যায্য অধিকার পাক।


http://dlvr.it/T9PXwM

Post a Comment

0 Comments