Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন’

বেশিরভাগ গ্রাহক আজ বুধবারের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাবেন বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ ইতোমধ্যে ঠিক করা হয়েছে।
আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক বুধবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেছেন, আমরা সব লাইন চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।
সরকারের পক্ষ থেকে এর আগে ১৭ জুলাই বুধবার রাতে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার রাত ৯টার দিকে অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় ইন্টারনেট সংযোগ চালু হয়।
এর আগে ওইদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস আজ (মঙ্গলবার) রাত নাগাদ পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত, কূটনৈতিক জোন, তৈরি পোশাক শিল্প, আমদানি ও রপ্তানি এবং আউটসোর্সিং খাতের গুরুত্ব বিবেচনা করে ইন্টারনেট সেবা পুনরায় চালুর কাজ চলছে।
তিনি বলেন, নতুন মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, এক্স এবং হোয়াটসঅ্যাপ গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। যেখানে বিদেশি মিডিয়াও সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে জড়িত। পেইড এজেন্টরাও গুজব ছড়ানোর কাজে জড়িত।
সঠিক তথ্য পেতে মূলধারার গণমাধ্যম অনুসরণ করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক।


http://dlvr.it/TB0bK8

Post a Comment

0 Comments