Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নেপালে রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, ১৮ যাত্রীর মৃত্যু

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ উড়োজাহাজ উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ১৮ যাত্রীর মৃত্যু খবর পাওয়া গেছে। বিমানটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সূত্র: ইউএনবি
পুলিশ কর্মকর্তা বসন্ত রাজৌরি বলেন, কর্তৃপক্ষ ১৮টি মরদেহ উদ্ধার করেছে। আর বিমানটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করে কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, পাইলটের চোখে আঘাত লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত।
সৌর্য এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারার দিকে যাচ্ছিল।
এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে বোম্বার্ডিয়ার সিআরজে-২০০ পরিচালনা করে।
রানওয়েতে বিমানটি ছিটকে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে প্রকামিত ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ একটি খাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং তা থেকে ধোঁয়া উঠছে।
বিমানটিতে ধরে যাওয়াআগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা যায়।
জরুরি উদ্ধার কর্মীরা কাজ শুরু করলে এসময় নেপালের এই প্রধান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
প্রসঙ্গত, নেপালের এই ত্রিভুবন বিমানবন্দরে এর আগে ২০১৯ সালে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়।


http://dlvr.it/TB0Y7T

Post a Comment

0 Comments