Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মানিকগঞ্জে গরু চুরির ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

মানিকগঞ্জের সাটুরিয়ায় খামার থেকে গরু চুরির ঘটনায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- সাটুরিয়া থানার এসআই আল আমিন ও জালাল উদ্দিন এবং কনস্টেবল দোলন ও হালিম।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২৬ জুন রাতে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পাড়-তিল্লী এলাকার খামারি নিফাজ উদ্দিনের গোয়াল থেকে চারটি গরু চরি হয়। একই রাতে পাড়-তিল্লী এলাকার রহিম উদ্দিনের বাড়ি থেকেও তিনটি গরু চুরি হয়।
এছাড়াও ২৮ জুন রাতে বালিয়াটি ইউনিয়নের কৃষক আলতাফ হোসেনের খামার থেকে দুটি গরু চুরি হয়। পরে ২৮ জুন বিকেলে পাড়-তিল্লী এলাকার খামারি নিফাজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান জানান, গরু চুরির রাতে সাটুরিয়া থানার এসআই আল-আমিন এবং কনস্টেবল দোলন ও হালিম তিল্লী ইউনিয়নে দায়িত্বে ছিলেন। এছাড়া ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হচ্ছেন এসআই জালাল উদ্দিন। দায়িত্বে থাকা অবস্থায় গরু চুরি হওয়ায় এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং চুরি যাওয়া গরু উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দায়িত্ব পালনে অবহেলায় শনিবার (১ জুলাই) রাতে দুই এসআই ও দুই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাদেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


http://dlvr.it/T95b5K

Post a Comment

0 Comments