যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসি নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ও স্পিকার উভয়েই উদ্বেগ প্রকাশ করেছেন।
কংগ্রেসের এক ডজনের বেশি সদস্য, কর্মী এবং ওবামা ও পেলোসি উভয়ের যোগাযোগে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ওই ব্যক্তিরা বলেছেন, ওবামা ও পেলোসি দুজনই মনে করেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা অনেক বেশি কঠিন হয়ে উঠেছে।
প্রথম দফার প্রেসিডেন্ট বিতর্কে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিপক্ষে দুর্বল ও বিব্রতকর ফলের পর নভেম্বরের নির্বাচনের প্রার্থিতা থেকে পদত্যাগ করতে জো বাইডেনকে সরাসরি ও ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়ে আসছে ডেমোক্র্যাটদের একাংশ।
২৭ জুনের বিতর্কের পর ওবামা এক এক্স বার্তায় বলেছেন, বিতর্কে খারাপ রাত আসে কখনও কখনও। এমনটা ঘটতে পারে। আমাকে বিশ্বাস করুন, আমি জানি।
এর ঠিক পরের রাতে হাউস ডেমোক্র্যাটদের জন্য নিউ ইয়র্কে এক তহবিল সংগ্রহে ওবামা একই অনুভূতির পুনরাবৃত্তি করেন।
বারাক ওবামা জো বাইডেনের পুনর্নির্বাচনে জয়ী হওয়ার ক্ষমতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন বলে সিএনএনকে জানিয়েছেন একাধিক ডেমোক্র্যাট সদস্য।
দুই সপ্তাহ পার হলেও এ বিষয়ে ওবামার জনসমক্ষে মন্তব্য না করার সিদ্ধান্তকে অনেক নেতৃস্থানীয় ডেমোক্র্যাট মনে করছেন যে পুরনো রাজনৈতিক সহকর্মীর বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি দেয়ার পরিকল্পনা তার নেই।
নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এক ডেমোক্র্যাট সিএনএনকে বলেন, তারা প্রেসিডেন্ট বাইডেনের নিজের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অপেক্ষা করছেন ও দেখছেন।
বাইডেন প্রচার ক্যাম্পেইন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
তবে ওবামার সঙ্গে নিয়মিত কথা বলা একজন ডেমোক্র্যাট বলেছেন, তিনি ডেমোক্র্যাটিক প্রার্থীর জন্য সর্বাত্মক প্রচারে নামতে চলেছেন। আমাদের মনোনীত প্রার্থী যেই হোন না কেন, তিনি নভেম্বরে সেই ব্যক্তির বিজয় নিশ্চিত করতে সাহায্য করবেন।
ওবামা এ বছর দুটি তহবিল সংগ্রহের ইভেন্টে বাইডেনের পাশে ছিলেন।
অন্যদিকে ক্যালিফোর্নিয়ার একজন ডেমোক্র্যাট স্পষ্ট করে বলেছেন যে পেলোসি বিতর্কের পর থেকে কয়েক বার বাইডেনের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি বাইডেনের রেসে থাকার সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে দেখছেন না।
পেলোসির ঘনিষ্ঠ ওই ডেমোক্র্যাট এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডেমোক্র্যাটদের অনেকেই আশা করছেন যে ওবামা এবং পেলোসি গত দুই সপ্তাহ ধরে ডেমোক্র্যাটদের আচ্ছন্ন করে রাখা অশান্তির অবসান ঘটাতে পারবেন।
বেশ কয়েকজন নেতৃস্থানীয় ডেমোক্র্যাট বলেছেন, নির্বাচনের চার মাসের মতো সময় থাকতে আরও বেশি ক্ষতি হওয়ার আগে তাদের যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্ট বাইডেনের বিষয়ে পরিষ্কারভাবে বলা দরকার।
http://dlvr.it/T9WDdr
0 Comments