Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুলিশি হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গিয়ে পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই হামলার প্রতিবাদ ও দায়ীদের বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপাচার্য বাংলো হয়ে আনসার ক্যাম্প ঘুরে গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলটি আনসার ক্যাম্পে পৌঁছলে শিক্ষার্থীরা সেখানে একযোগে জাতীয় সংগীত গান এবং পুলিশি হামলার শিকারদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা পালন শেষে শিক্ষার্থীরা আনসার ক্যাম্প মোড়কে ছাত্র আন্দোলন চত্বর ঘোষণা করা হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বৃহস্পতিবারের হামলায় জড়িতদের বিচার চান এবং সেদিনের ঘটনায় প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে গোলচত্বরে স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবা বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় সাংবাদিকসহ অনেকে আহত হন। পরবর্তীতে বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৭ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা৷


http://dlvr.it/T9VzYC

Post a Comment

0 Comments