Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর

শ্রীলঙ্কায় ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন।
দেশটির নির্বাচন কমিশন শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নের তারিখ ১৫ আগস্ট। সূত্র: সিনহুয়া ও ইউএনবি
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক মাস বা অনধিক দুই মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে।
দক্ষিণ এশিয়ার দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২২ সালের জুলাইয়ে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপাকসে। এর আগে ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।
রাজাপাকসের পদত্যাগের পর পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন।


http://dlvr.it/TB5g6S

Post a Comment

0 Comments