কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসে মাটি চাপায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আনোয়ার ইসলাম নামের এই ব্যক্তি উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
বুধবার ভোরে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।
তিনি জানান, মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। মধ্যরাতের পর তা ভারী বর্ষণে রূপ নেয়। এক পর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাটি সরিয়ে ওই লোককে উদ্ধার করেন।
এর আগে ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে দুজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা মারা যান।
http://dlvr.it/T967VW
0 Comments