Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর দুই শিশুসহ তিনজনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় শুক্রবার আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
প্রাণ হারানো তিনজন হলো উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের প্রয়াত আবদুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।
কচাকাটা থানা পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়ির উদ্দেশে রওনা হয়। ওই সময় বাড়ির অদূরে তাদের সেচ পাম্পের টাঙানো বিদ্যুতের তারে দুই বোনের গলা আটকে যায়। এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রায় একই সময়ে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলায় করে পাশের বাড়িতে যাওয়ার সময় ভেলার লগি বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের তারের সঙ্গে লাগে। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ পরিরারের কাছে দেয়া হয়েছে। এ বিষয়ে আলাদা অপমৃত্যুর মামলা হবে।


http://dlvr.it/T9CBVB

Post a Comment

0 Comments