প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাজে পারফরম্যান্সের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার চাপ বাড়া সত্ত্বেও প্রেসিডেন্ট পদে লড়াইয়ে শেষ নাগাদ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জো বাইডেন।
স্থানীয় সময় বুধবার নির্বাচনি প্রচার দলের কর্মীদের সঙ্গে কল এবং ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ও গভর্নরদের সঙ্গে বৈঠকের পর বাইডেন এ অবস্থানের কথা জানান বলে উল্লেখ করে রয়টার্স।
ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, প্রচার দলের উদ্বিগ্ন সদস্যদের সঙ্গে ফোনালাপ করে বাইডেন জানান, তিনি নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন না।
অন্যদিকে প্রচার দলের মাধ্যমে এক ইমেইল বার্তায় সমর্থকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কেউ আমাকে বের করে দিচ্ছে না। আমি যাচ্ছি না। আমি শেষ নাগাদ (প্রেসিডেন্ট পদে লড়াইয়ের) দৌড়ে আছি।
বার্তায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারাতে সমর্থকদের সহায়তা চান বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুধবার সন্ধ্যায় ডেমোক্রেটিক পার্টির ২৪ গভর্নর ও ওয়াশিংটন ডিসির মেয়রের সঙ্গে ভার্চুয়ালি ও সশরীরে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
বাইডেনের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউ ইয়র্ক, মিনেসোটা ও ম্যারিল্যান্ডের গভর্নর।
তারা জানান, গত সপ্তাহের বিতর্কে বাজে পারফরম্যান্সের বিষয়ে সৎ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
http://dlvr.it/T97TM9
0 Comments