Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

২৫ জেলার ডিসি প্রত্যাহার

দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পৃথক আদেশে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলার ডিসিকে বদলি করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয়। এরপর প্রশাসনে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই পদত্যাগ করেন। আর সরকারের পক্ষ থেকেই চুক্তিতে থাকা ১১ সচিবের চুক্তি বাতিল করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসি পদে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। তারা যেসব কর্মকর্তাকে মাঠ প্রশাসনে নির্ভরযোগ্য ও আস্থাভাজন মনে করেছিল, এখন তাদের সরিয়ে নেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই ২৫ ডিসির বদলি তারই অংশ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ধাপে ধাপে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হবে বলে জানা গেছে।


http://dlvr.it/TC8Ygc

Post a Comment

0 Comments