দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারের চকরিয়ায় ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার এই আগমনকে কেন্দ্র করে বুধবার যেন নেতাকর্মী-জনতার ঢল নামে শহরে।
সালাউদ্দিন আহমেদকে চকরিয়ায় পৌর বাস টার্মিনালে দেয়া হয়েছে গণসংবর্ধনা। এ উপলক্ষে সকাল ১১টা থেকেই আসতে শুরু করে মিছিল৷ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সংবর্ধনাস্থলে হাজির হন৷
কেবল চকরিয়া নয়, আশপাশের উপজেলাগুলো থেকেও দলীয় নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বিকেল ৩টার মধ্যেই চকরিয়া পৌর বাস টার্মিনালের মাঠে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। আর সংবর্ধনা সভায় সালাউদ্দিন আহমেদ উপস্থিত হন বিকেল ৫টায়।
বুধবার বিকেলে চকরিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী-সমর্থক ও জনতার উদ্দেশে হাত নাড়েন সালাউদ্দিন আহমেদ। ছবি: নিউজবাংলা
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের বাক-স্বাধীনতা। দীর্ঘ ১৬টি বছর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর অত্যাচার, নিপীড়ন, হামলা-মামলা চালিয়েছে এই ফ্যাসিবাদী সরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষকে। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও দেশের বিরুদ্ধে থেমে নেই তার ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে। এদেশে গণহত্যাকারীদের কোনো জায়গা হবে না। আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমাদের একটাই পরিচয়- বাংলাদেশী।
চকরিয়া, পৌরসভা, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির আয়োজনে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হক। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালাউদ্দিন আহমেদের সহধর্মিণী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক মো. নিশান, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি নেতা এম মোবারক আলী প্রমুখ।
http://dlvr.it/TCTqbH
0 Comments