Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সচিবালয় এলাকায় আনসার-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩৮

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার বাহিনীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। এছাড়া তিনজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে সচিবালয় এলাকায় অবস্থান নিয়ে থাকা আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এর আগে ফেসবুক পোস্টে লিখেন, দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ সচিবালয়ে উপদেষ্টাদের আটকে রেখেছে। এই সংকটের সময়ে তারা সবাইকে আটকে রেখে ব্লেকমেইল করছে।
এরপর আরেক পোস্টে তিনি লিখেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা শিক্ষার্থীদের কয়েকজন। ছবি: নিউজবাংলা

এরপর শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে জড়ো হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সেখানে অবস্থান নেন। শুরুতে শিক্ষার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সচিবালয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ ফেসবকু লাইভে এসে দেখান, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আনসার সদস্যরা সেখানে যাওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করছেন। এই খবর পেয়ে রাজু ভাস্কর্য থেকে বাকি শিক্ষার্থীরা দৌড়ে সেখানে যান। এর মধ্যে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যদের পালিয়ে যেতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি, আনসার সদস্যদের হামলায় কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। হামলা আর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা কাভার করতে গিয়ে আনসার সদস্যদের মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হিমাদ্রি।
এদিকে হামলা-সংঘর্ষকালে তিনজন আনসার সদস্য আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে এসেছেন বলে জানা গেছে।
রাত পৌনে ১১টায় সবশেষ পাওয়া খবর অনুযায়ী, সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। আর আনসার সদস্যদের একটি অংশ ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে। আর কিছু আনসার সদস্য জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্রো স্টেশনের দিকে চলে যান।


http://dlvr.it/TCMJd8

Post a Comment

0 Comments