Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসলামী ব্যাংকের আন্দোলনকারীদের ওপর গুলি, পাঁচজন আহত

সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে অস্থিরতা বিরাজ করছে বেশ কয়েকটি ব্যাংকে। বাদ যায়নি দেশের কেন্দ্রীয় ব্যাংকও, তবে সবচেয়ে বেশি অস্থিরতা ছড়িয়েছে দেশের সবচেয়ে বৃহৎ নেটওয়ার্কের ইসলামী ব্যাংকে।
গত কয়েক দিন ধরেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পদের কিছু কর্মকর্তার অপসারণ চেয়ে আন্দোলনে নেমেছেন একঝাঁক কর্মী। তাদের সেই আন্দোলনে রোববার ঘটল সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মতিঝিলে আন্দোলনরত কর্মীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলিবিদ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুলির পর ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বত্তরা।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা গেছে, যারা হলেন শফিউল্লাহ, মামুন, আবদুর রহমান ও বাকি বিল্লাহ।
আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন জোর করে ব্যাংকটি দখল করে রেখেছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ।
সরকার পরিবর্তন হলে এস আলমের পক্ষের লোকজনকে অপসারণ করতে শুরু হয় আন্দোলন।
কর্মচারীদের অভিযোগ, আন্দোলন থামাতে এস আলম গ্রুপের ভাড়া করা লোকজন দিয়ে গুলি চালানো হয়েছে।


http://dlvr.it/TBmVr5

Post a Comment

0 Comments