বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়া গেছে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছে এনডিটিভি।
ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে জানায় পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর পান্নার দেশ ছাড়ার খবর পাওয়া যায়।
মেঘালয় পুলিশের ভাষ্য, রাজ্যের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভয় গ্রামের একটি পানক্ষেতে গত ২৬ আগস্ট পান্নার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। এলাকাটি বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে।
পুলিশের সূত্রগুলো জানায়, সঙ্গে থাকা পাসপোর্ট দেখে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে বাহিনীর সূত্রগুলো এনডিটিভিকে জানায়, পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যার মরদেহ পাঠানো হয়েছে ফরেনসিক বিশ্লেষণের জন্য।
সূত্রগুলো আরও জানায়, পান্নার দেহে একাধিক ক্ষত পাওয়া যায়। তার কপালে ঘর্ষণের চিহ্ন ও কালশিটে দাগ পাওয়া যায়।
http://dlvr.it/TCYGQM
0 Comments