Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি চার উপদেষ্টার শ্রদ্ধা 

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা। শনিবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, লে. জে. (অব.) জাহাংগীর আলম চৌধুরী ও আলী ইমাম মজুমদার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তারা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমরা নতুন চারজন উপদেষ্টা আগামীকাল রোববার কাজে যোগদান করব। আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার।
আমরা এখানে আজকে এসেছিলাম আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ৫২ থেকে ছাত্ররা আন্দোলন করে দেশের নতুন নতুন সূচনা ঘটিয়েছে। এবারের আন্দোলন সব আন্দোলনকে ছাপিয়ে গেছে। আর সেজন্যই আমাদের সামনে এখন বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় একটি চ্যালেঞ্জ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. জাহাংগীর আলম চৌধুরী বলেন, আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে গতিশীল করা। জনগণ যাতে সেবা নিতে, কল্যাণ করতে পারে সেজন্য চেষ্টা করা।


http://dlvr.it/TC2GQ3

Post a Comment

0 Comments