Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১০ জন সচিবের নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি৷
প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগে মোট ১৯ জন পূর্ণ সচিব হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। নিয়োগ বাতিল হওয়া ১০ জন বাদে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও নয়জন রয়ে গেলেন।
নিয়োগ বাতিলের এই তালিকায় রয়েছেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম।


http://dlvr.it/TBvZwd

Post a Comment

0 Comments