Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ১৫৮১, আহত ৩১ হাজার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ বেশ কয়েকটি সংস্থার সহযোগিতায় তৈরি শহীদদের এই তালিকায় এক হাজার পাঁচশ ৮১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটরিয়ামে শনিবার বিকেলে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনদের আয়োজনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
কমিটির দেয়া তথ্যমতে, এই ছাত্র-গণঅভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। তালিকাটি সম্পূর্ণ নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এই তালিকায় যুক্ত হয়নি বলেও জানান তারা।
স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় আমরা সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। আমাদের প্রাথমিক তালিকায় মোট এক হাজার পাঁচশ ৮১ জন জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকাটির তথ্য যাচাই-বাছাইয়ের জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটিতে পাঠানো হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর চূড়ান্ত তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রদান করবে।
তিনি বলেন, তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি, স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা শহীদ পরিবারকে ফোন দিয়ে বা সরাসরি যোগাযোগ করে এসব তথ্য নিশ্চিত হয়েছি। তবে হয়তো আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও তাদের নাম এই তালিকায় আসেনি।
আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই হয়ে আমাদের হাতে আসে৷
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভূইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


http://dlvr.it/TDn36G

Post a Comment

0 Comments