Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্মরণসভা স্থগিত করা হয়েছে। গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণ সভা আপাতত হচ্ছে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হওয়ার পর এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পাঁচ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশ থেকে সেটা শহীদদের পরিবারের থাকা-খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে।
নাহিদ জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন পাঁচজন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সভায় খরচ হবে পাঁচ কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয় পদ্ধতির কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।
ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি বলেছিলেন, অনুষ্ঠানে কারা অতিথি হবেন তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।


http://dlvr.it/TD8P0V

Post a Comment

0 Comments