Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাগরে সৃষ্ট লঘুচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, কাল থেকে বৃষ্টির পূর্বাভাস

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামীকাল বুধবার থেকে টানা তিনদিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে।
লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে নিম্নচাপের প্রভাবে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে।
উপকূলের জেলাগুলোতে বুধবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামী বৃহস্পতিবার সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থাকায় বৃহস্পতি ও শুক্রবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই কয়েকদিন উপকূলে ভারী বৃষ্টির আভাস রয়েছে। একইসঙ্গে বাতাসের গতি বেশি থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চল ও ঢাকা জেলায় বৃষ্টি হতে পারে।


http://dlvr.it/TFbrMr

Post a Comment

0 Comments