Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাবেক তিন এমপি ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক তিন সংসদ সদস্যসহ নয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দিয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিম এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তার পরিবারের চার সদস্য। তারা হলেন-শাহীনের স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা এবং ছেলে জাবীর চাকলাদার।
দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বুধবার দুটি আবেদনে সাতজন এবং উপ-পরিচালক মো. শফি উল্লাহ শাহীন চাকলাদারসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মো. রেজাউর করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়।


http://dlvr.it/TFPVxx

Post a Comment

0 Comments