Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সদস্যকে গুলি করে হত্যা

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্য নিহত হয়েছেন।
বুধবার উপজেলার শান্তিরঞ্জন পাড়ায় এই হত্যার ঘটনা ঘটেছে।
ইউপিডিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত পানছড়ি উপজেলার শান্তিরঞ্জন পাড়ায় উপস্থিত হয়ে তাদের তিন নেতাকর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির শব্দ শুনেছেন। তবে দুর্গম এলাকায় হত্যাকাণ্ড ঘটায় মরদেহ উদ্ধার করতে সময় লাগবে।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইউপিডিএফ।


http://dlvr.it/TFt87H

Post a Comment

0 Comments