Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না: বিএনপি

বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ থাকলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিএনপি তার দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে আগামী দিনগুলোতে দেশ পুনর্গঠনে আগ্রহী।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, ঐক্যের জন্য আমাদেরকে অবশ্যই সংগ্রাম করতে হবে, যাতে আমরা দেশটাকে সুন্দরভাবে পুনর্গঠন করতে পারি। আসুন, আমরা উভয়ে মিলে দেশের স্বার্থে কাজ করি। সবাই মিলে আমরা দেশকে গড়ব।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশেই রয়ে গেছে। শেখ হাসিনার দোসররা বিভিন্ন পদে বসে থেকে নানা চক্রান্ত করছে। এর ফলে দেশ এগুতে পারছে না। তবে বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না।
মির্জা আব্বাস বলেন, দীর্ঘ সংগ্রাম ও অনেক ত্যাগের পর গত ৫ আগস্ট জাতি হাসিনাবিহীন বাংলাদেশ অর্জন করেছে। আমরা এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ও সভ্য মানুষ এবং আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে থাকতে পারে না। আওয়ামী লীগ আসলে শয়তানের বন্ধু।
শেখ হাসিনার দোসর ও প্রতিবেশী দেশের ঘৃণ্য অপচেষ্টা প্রতিহত করতে অন্য সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।


http://dlvr.it/TFpc43

Post a Comment

0 Comments