Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এক পরিবারের তিনজন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
ভোর পাঁচটার দিকে উখিয়া উপজেলার লাল পাহাড় সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
নিহত তিনজন হলেন উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।
এডিআইজি মো. ইকবাল জানান, ভোরে অজ্ঞাত ১৫ থেকে ২০ সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে আহমেদ হোসেন ও সৈয়দুল আমিন মারা যান। খবর পেয়ে এপিবিনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আসমাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
এপিবিএনের এ কর্মকর্তা বলেন, সকালে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ আসমাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে পৌঁছার আগেই পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন।
মোহাম্মদ ইকবাল আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালায়।
নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।


http://dlvr.it/TFYhkk

Post a Comment

0 Comments