Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা আইন উপদেষ্টার 

একটি বেসরকারি টিভি চ্যানেলে নির্বাচনের সময় নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এতে তিনি তার বক্তব্যকে আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রেরিত এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসিফ নজরুল বলেছেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এ ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি, কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে, নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।
সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।
তিনি বলেন, এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়।
নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।


http://dlvr.it/TFVpB8

Post a Comment

0 Comments