Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অন্তর্বর্তী সরকারের সময়েও আমাদের ধ্বংসের ষড়যন্ত্র থামেনি: জি এম কাদের

জাতীয় পার্টিকে (জাপা) ১৯৯০ সাল থেকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার আসার পর এটা শেষ হয়ে যাবে। কিন্তু সেই ষড়যন্ত্র থামেনি, এখনও চলছে।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জরুরিভিত্তিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, জীবন গেলেও অন্যায় ও বৈষম্যের প্রতিবাদ করে যাবো। জীবনের ঝুঁকি নিয়ে হলেও আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসর অপবাদ দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আমরা বিগত সরকারের কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না।
দেশে আমরা কী রাজনীতি শুরু করেছি! আমি রাজনীতি করবো আমার দল নিয়ে। আমার দল বিবেচনা করবে কার সঙ্গে যাবো আর কার সঙ্গে যাবো না, নির্বাচন করবো নাকি করবো না।
কাদের বলেন, জাতীয় পার্টি জাতীয় পর্যায়ের একটি রাজনৈতিক দল। বার বার আমাদের কবরস্থ করার পরও আমরা কবর থেকে উঠে এসেছি। কেউ আমাদের ধ্বংস করতে পারেনি। আমরা সহাবস্থানের রাজনীতি করি, আমরা দখলদারি করিনি, সন্ত্রাসের রাজনীতি করি না, হাট-মাঠ-ঘাট দখল করিনি, মানুষকে অত্যাচার-দলীয়করণ করিনি।
আমরা মানুষকে সুশাসন দিয়েছি, উন্নয়ন দিয়েছি, সংস্কার দিয়েছি, গণতান্ত্রিক অধিকার দিয়েছি। মানুষ তা স্মরণ করে।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা বার বার বলেছি, ২০১৪ সালের নির্বাচন আমরা বর্জন করেছি। এরশাদ সাহেবকে জোর করে সিএমএইচে ভর্তি করে, দলের ভেতরে বিভক্তি সৃষ্টি করে ক্ষুদ্র একটি অংশকে নির্বাচনে নেয়া হয়েছে।
বিএনপি নির্বাচনে না গেলেও তারা একই সরকার ও নির্বাচন কমিশনের অধীন স্থানীয় সরকার নির্বাচন করেছে। এটাতে কি সরকারকে বৈধতা দেয়া হয়নি? ২০১৮ সালের নির্বাচনে সব দল অংশ নিয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনও আমরা করতে চাইনি। কিন্তু নির্বাচনে যেতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। এ ঘটনা অনেকে দেখেছেন এবং জানেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা ব্যানারে মশাল মিছিল বের হয়। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দলটির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগর এলাকায় মিছিল নিয়ে যায় ছাত্র-জনতা। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। কার্যালয় থেকে মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মিছিলকারী আহত হন।
পরে মিছিলকারীরা সংঘবদ্ধ হয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর করে। এ সময় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটে।


http://dlvr.it/TFxy11

Post a Comment

0 Comments