Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও পোশাককারখানা শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা বুধবার প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করলে এ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল ৯টার দিকে টঙ্গীর গাজীপুর এলাকার তারাটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা তাদের গত মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ওই কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কর্মরত।


http://dlvr.it/TG8Xcx

Post a Comment

0 Comments