নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানির লাইনের কাজ করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোনাপুর গ্রামে সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের রাতেই ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আনা হয়।
দগ্ধ সাতজন হলেন মোহাম্মদ রাজু (২৪), জাহাঙ্গীর আলম (৪৫), মোহাম্মদ সুলতান (২৩), জয় (২০), মোহাম্মদ রিপন (৪০), মিজানুর রহমান মিজান (৩৫) ও মোহাম্মদ শাহজালাল (৩৮)।
তাদের জরুরি বিভাগে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে আনা মোহাম্মদ রুবেল জানান, রাতে সোনাপুর গ্রামে পানির লাইনের কাজ করার সময় গ্যাস পাইপের লিকজে থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, দগ্ধ সাতজনের মধ্যে পাঁচজনকে ভর্তি রাখা হয়েছে। অন্য দুজন শঙ্কামুক্ত।
http://dlvr.it/TG7Pk1
0 Comments