ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
দখলকৃত পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন তিনি।
মুসলিম ও আরব নেতাদের সম্মেলনে লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার সমালোচনা করেন যুবরাজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়ে তিনি ইরানে আক্রমণ না করতে সতর্ক করেন ইসরায়েলকে।
এদিকে গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা বলে উল্লেখ করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এ অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, অবিলম্বে সংঘাত বন্ধ এবং ইসরায়েলের আগ্রাসন শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায় মূলত ব্যর্থ হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫১ জন অপহৃত হন।
এরপর হামাসকে ধ্বংস করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের প্রায় নিরবচ্ছিন্ন এ হামলায় গাজায় ৪৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, গাজায় ছয় মাস ধরে যাচাই করা ভুক্তভোগীদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
http://dlvr.it/TG7QbL
0 Comments