Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি

রাজধানীর প্রবেশমুখে সাভারে রোববার চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে পুলিশের কার্যক্রম চলছে বলে খবর পাওয়া গেছে, তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো কর্মসূচিকে কেন্দ্র করে নয়, বরং মাদকদ্রব্যের বিরুদ্ধে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের এই কার্যক্রম চলছে।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে মফিদ-ই-আম স্কুলের সামনে গিয়ে দেখা যায়, শতাধিক পুলিশ সদস্য পয়েন্টটিতে দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও চেকপোস্ট এলাকায় অবস্থান করছিলেন।
ওই সময় চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। বিশেষ করে সন্দেহজনক মনে হলে প্রাইভেট কার এবং সাদা মাইক্রোবাসগুলোকে থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য ও পরিচয় জানতে চান পুলিশ সদস্যরা। যদিও চেকপোস্ট থেকে বেলা ১১টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীর অন্যান্য প্রবেশমুখ সাভারের বিরুলিয়া ও আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায় চেকপোস্ট কার্যক্রম চলছিল।
আমিনবাজার চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ আমাদের এই কার্যক্রম।
আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে এই চেকপোস্ট বা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।
মূলত গতকাল (শনিবার) রাত থেকেই ঢাকার এই প্রবেশপথটিতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা আজও চলমান।


http://dlvr.it/TG5l44

Post a Comment

0 Comments