এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জন। তাদের মধ্যে চলতি নভেম্বর মাসের ১১ দিনেই মারা গেছেন ৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর পাশাপাশি এই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী। আর নভেম্বরের ১১ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৭৭০ জন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৫৮৭ জন রোগী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪২৭ জন রোগী রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৬০, চট্টগ্রাম বিভাগে ১৪৫, বরিশাল বিভাগে ৯০, খুলনা বিভাগে ১৪০, ময়মনসিংহ বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ৬৮, রংপুর বিভাগে ১৬ ও সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ৫৮৭ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এছাড়া এ পর্যন্ত মারা যাওয়া ৩৬০ জনের মধ্যে ৪৯ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৫০ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন।
http://dlvr.it/TG6xPT
0 Comments