Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিস্ফোরক আইনে আমুর নামে মামলা ঝালকাঠি থানায়

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠির আওয়ামী লীগের ৫৯ জন নেতার নামে সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
ঢাকার বাইরে এটিই আমুর নামে প্রথম মামলা।
ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়েরের করা এজাহার তদন্ত করে বুধবার রাতে ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০২১ সালে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ এনে এ মামলায় আমির হোসেন আমু ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদসহ আসামির তালিকায় ৫৯ জনের নাম রয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাদীর কাছ থেকে পাওয়া এজাহারটি বুধবার রাতে বিস্ফোরক আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। সদর থানার মামলা নম্বর ১০ এবং জিআর নম্বর ২৫৬/২০২৪।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে জামিন আবেদন নাকচ করে আমুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় একই আদালত।


http://dlvr.it/TG9bYK

Post a Comment

0 Comments