যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে আমেরিকার ইতিহাসে আগামী চার বছর সবচেয়ে ভাল সময় হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে ওঠেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের জয় ঘোষণা করেন।
ওয়েস্ট পাম বিচে বক্তব্যের এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এই জয়কে রাজনৈতিক বিজয় বলে মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্যের সময় সমবেত সমর্থকরা আমেরিকা, আমেরিকা, আমেরিকা বলে চিৎকার করে স্লোগান দিতে থাকেন।
ট্রাম্প বলেন, আমরা এমন সব বাধা অতিক্রম করেছি যা কেউ সম্ভব বলে ভাবেনি। এটি এখন স্পষ্ট যে আমরা সবচেয়ে অবিশ্বাস্য রাজনৈতিক সাফল্য অর্জন করেছি। এটি রাজনৈতিক বিজয়।
আমেরিকান জনগণের জন্য এটি একটি দুর্দান্ত বিজয় যা মেক আমেরিকা গ্রেট এগেইন বাস্তবায়নে আমাদের সহায়তা করবে।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, প্রতিটি দিন আমি আপনাদের জন্য লড়াই করে যাব।
ট্রাম্পের রানিং মেট ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স ও তার পরিবার মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন। ভ্যান্স তার বক্তব্যে বলেন, আমি মনে করি আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তন দেখছি।
ট্রাম্প আপাতত বিজয়ী হলেও সরকারিভাবে ফল ঘোষণার পর প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি।
http://dlvr.it/TG2Dd0
0 Comments