চতুর্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চার ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। একটিতেও জিততে পারেননি আওয়ামী লীগের প্রার্থী।
রোববার রাতে ভোটগণনা শেষে ঘোষিত ফলে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। চার জনের মধ্যে তিনজন বিএনপির ও একজন জামায়ত নেতা।
উপজেলার নাচোল সদর ইউনিয়নে জয়ী হয়েছেন সফিকুল ইসলাম। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৯১ ভোট। সেখানে আওয়ামী লীগের প্রার্থী কাবুল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৪ ভোট।ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন সাদির আহম্মেদ। আনারস প্রতীকে তিনি ৭ হাজার২৬৯ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে ইসমাইল হক পেয়েছেন ৬ হাজার ৪৫১ ভোট।কসবা ইউনিয়নে জাকারিয়া আর মেহরাব চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯০ ভোট। সেখানে আওয়ামী লীগের আজিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৭৭ ভোট।
নেজামপুর ইউনিয়নে জয় পেয়েছেন জামায়াত নেতা আমিনুল হক। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০২ ভোট। সেখানে নৌকা প্রতীকে নজরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৪ ভোট।
ভোলাহাট উপজেলার চার ইউনিয়নে ভোটগ্রহণের সময় সহিংসতা, ব্যালট পেপার সংকটসহ নানা বিশৃঙ্খলার কারণে তিন ইউনিয়নের পাঁচ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওই সব কেন্দ্রের ভোট বাতিলের কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।তিনি জানান, শুধু জামবাড়িয়া ইউনিয়নের ফল ঘোষণা করা হবে। বাতিল হওয়া ৫ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের পর গোহালবাড়ি, দলদলি ও ভোলাহাট সদর ইউনিয়নের ফল ঘোষণা হবে।
http://dlvr.it/SG3k1w


0 Comments