খাগড়াছড়ির মানিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ির গাড়িটানা এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক ৩৫ বছর বয়সী বাছা মিয়া ও ৪৫ বছর বয়সী আম ব্যবসায়ী মো. মোতালেব।
মানিকছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক আসা চট্টগ্রামের হাটহাজারীগামী একটি আমবোঝাই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাছা মিয়া ও মো. মোতালেব নিহত হন।
তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মানিকছড়ি থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
http://dlvr.it/SqSQtt
0 Comments