Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গ্যাস লাইন বিস্ফোরণে বৃদ্ধের মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। মধ্যম হালিশহরের তৈয়বিয়া মাদ্রাসা এলাকায় দিদারের ভবনে রোববার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো ৬৫ বছর বয়সী আব্দুল খালেক মধ্যম হালিশহর তৈয়বিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা ছিলেন। গুরুতর আহত তার স্ত্রী ৬০ বছর বয়সী আনোয়ারা বেগম। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত তার স্ত্রী আনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, কী বিস্ফোরণ হয়েছে জানি না, তবে বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। প্রতিবেশী ইমরান চৌধুরী বলেন, রোববার রাত পৌনে ১টার দিকে তৈয়বিয়া মাদ্রাসার বিপরীত পাশের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। আমাদের ধারণা ওটা গ্যাস লাইন বিস্ফোরণ। বিস্ফোরণে পুরো এলাকা ভূমিকম্পের মত কেঁপে ওঠে। বাসার সবাই ঘুম থেকে জেগে যাই। বাহিরে বের হয়ে দেখি দিদারের ভবনের ওপরের দিকে দাউদাউ করে আগুন জ্বলছে। বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শামিম আহমেদ বলেন, আমরা রোববার রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওটা মূলত গ্যাস লাইন বিস্ফোরণ ছিল। লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে জমে ছিল, পরে সিগারেট জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। আমাদের একটা ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
http://dlvr.it/SvGdKN

Post a Comment

0 Comments