এশিয়া কাপে এবার শুরু থেকেই কিছুটা অস্থিতিশীল সময় পার করছে বাংলাদেশ দল। ইবাদত হোসেন চোটে পড়ে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান। জ্বরের কারণে লিটন দাসও খেলতে পারেননি গ্রুপ পর্বের ম্যাচে। তার জায়গায় আনা হয় এনামুল হক বিজয়কে। আফগানিস্তান ম্যাচের পর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দেশে ফিরতে হয়েছে নাজমুল হাসানকেও। এর মধ্যেই খবর এলো সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
পারিবারিক কারণে তিনি দেশে ফিরবেন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবারের ম্যাচের পর সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলে ফিরবেন মুশফিক।
কলম্বোয় বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, স্ত্রী সন্তানসম্ভবা বলেই মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীর পাশে থাকতে চান। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। মুশফিকের পারিবারিক এই বিষয়টি বাংলাদেশ দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গেছে।
এর আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে ভারতে ফিরে গিয়েছিলেন।
সুপার ফোরে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। হারে ৭ উইকেটের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে শাহীন-রউফ আর নাসিম শাহদের তোপের মুখে ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সাকিবের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন মুশফিক। দলের পক্ষে খেলেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস। দলের এমন গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে সবসময় পাশে চাইবে বাংলাদেশ।
এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি। সবকিছুই এখন নির্ভর করছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের ম্যাচের ওপর।
http://dlvr.it/SvpghY
0 Comments